শিক্ষা ও সামাজিক উন্নয়ন
জিয়াউল হক জিয়া ফাউন্ডেশনের অন্যতম প্রধান স্তম্ভ হলো—সকল জনগোষ্ঠীর জন্য মৌলিক শিক্ষার নিশ্চয়তা প্রদান এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া, যাতে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হয়।
ফাউন্ডেশনটি কাজ করবে:
মৌলিক শিক্ষা বিস্তারে
দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর জন্য স্কিল-বেইজড (দক্ষতাভিত্তিক) শিক্ষা ও প্রশিক্ষণ চালুর মাধ্যমে তাদের উদ্যোক্তা শক্তিকে স্বীকৃতি দিতে
কম্পিউটার ও প্রযুক্তি জ্ঞান সম্প্রসারণে
নারী ও তরুণ সমাজকে সাবলম্বী করে তুলতে
‘জিয়াউল হক জিয়া মেধাবৃত্তি’ প্রোগ্রামের মাধ্যমে মেধাবীদের আর্থিক সহায়তায়
ফাউন্ডেশনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2i কর্মসূচি, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), NASCIB, BSCIC, এবং বিভিন্ন তফসিলভুক্ত ব্যাংকের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বেকার জনগোষ্ঠীর জন্য স্বীকৃত সনদভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে।
এই উদ্যোগের মাধ্যমে জিয়াউল হক জিয়া ফাউন্ডেশন টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, ও অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার ভিত্তি স্থাপন করতে বদ্ধপরিকর।
ফাউন্ডেশনের মিশন হলো:
“শিক্ষা, দক্ষতা ও মানবিক উন্নয়নের মাধ্যমে এক নির্যাতনমুক্ত, সচেতন ও স্বাবলম্বী সমাজ গঠন।”
ভিশন:
“একটি দারিদ্র্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদাপূর্ণ জীবনযাপন করবে।”
লক্ষ্য:
সকলের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা
বেকার যুবসমাজকে দক্ষ করে কর্মসংস্থানের পথ তৈরি করা
প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি
পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা
জিয়াউল হক জিয়া ফাউন্ডেশন বিশ্বাস করে—শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য নয়, বরং সম্ভাবনার একটি নতুন সমাজ গড়ে তোলা সম্ভব।
