দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান
জিয়াউল হক জিয়া ফাউন্ডেশন দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানকে উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করে। লক্ষ্মীপুর-১ আসনের বহু পরিবার এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে, যাদের নেই নির্ভরযোগ্য আয়ের উৎস কিংবা দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ। বিশেষ করে নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠী কাজের অভাবে অর্থনৈতিকভাবে চরম অনিশ্চয়তায় দিন কাটায়।
এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য জিয়াউল হক জিয়া ফাউন্ডেশন নিচের উদ্যোগগুলো বাস্তবায়ন করবে:
দরিদ্র ও অদক্ষ জনগোষ্ঠীর জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চালু
নারী ও যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও ক্ষুদ্র ঋণ বা উপকরণ সহায়তা প্রদান
জিয়া মেধাবৃত্তি ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিভা ও সামর্থ্যকে উন্নয়নের মূলধারায় আনা
বেকারদের জন্য স্থানীয়ভাবে ক্ষুদ্র উদ্যোগ (IGA), হস্তশিল্প, সেলাই, আইটি ট্রেনিং, কৃষি বা পশুপালনভিত্তিক কর্মসংস্থানের পথ তৈরি
সফল উদ্যোক্তাদের মডেল হিসেবে গড়ে তুলে অন্যদের উৎসাহ দেওয়া
আমাদের লক্ষ্য:
দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তোলা
স্থায়ী ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা
নারী ও তরুণদের আর্থ-সামাজিকভাবে ক্ষমতায়িত করা
বিশ্বাস:
জিয়াউল হক জিয়া ফাউন্ডেশন বিশ্বাস করে—দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং সঠিক সুযোগ ও সহায়তার মাধ্যমে তা জয় করা সম্ভব। কর্মসংস্থানই মানুষের আত্মমর্যাদা, স্থিতিশীল পরিবার এবং উন্নত সমাজের ভিত্তি গড়ে তোলে।
